সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | গুগল ম্যাপে ভরসাই কাল, বিহার থেকে গোয়া যেতে গিয়ে গন্তব্য কর্নাটকের জঙ্গলে!

RD | ০৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৩Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: ছুটিতে গোয়া যাবেন। তাও গাড়িতে। এমনই স্থির করেছিলেন বিহারের রঞ্জিত দাসের পরিবার। যেমন ভাবা তেমন কাজ। দীর্ঘ পথ পেরোতে ভরসা করেছিলেন গুগল ম্যাপকে। আর এই অন্ধ ভরসাই যে কাল হবে তা কল্পনাও করেননি দাস পরিবার। গোয়ার বদলে গুগল তাঁদের পৌঁছে দিল কর্নাটকের বেলাগাভির গভীর জঙ্গলে! হিংশ্র জন্তু-জানোয়ারের সঙ্গেই জঙ্গলে রাত কাটাতে হয় রঞ্জিতদের। হতে পারত প্রাণহানি। তবে, শেষমেষ উপস্থিত বুদ্ধি, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বিপদমুক্ত হন তাঁরা। সেই ঘটনা মনে পড়লেই দাস পরিবারের সদস্যরা এখনও ভয়ে শিউরে ওঠেন। 

রঞ্জিত দাস এবং তাঁর পরিবার নেভিগেশন অ্যাপ খুলেই গোয়ার দিকে এগোচ্ছিলেন। মাঝে গুগল শিরোলি এবং হেমাদাগা এলাকার মধ্য দিয়ে একটি রুট প্রস্তাব করে। শর্টকাট ভেবে সেটিতেই গাড়ি নিয়ে ঢুকে যান তাঁরা। এতেই গোল বাঁধে। পথ হারিয়ে ফেলে এই পরিবারটি। প্রথমে কেউই কিছুই টের পাননি। কিন্তু বেশ কিছুদূর এগোতেই দেখা যায় যে, মোবাইল টাওয়ার মিলছে না। রাস্তাও ঠিক লাগছে না। তখন তাঁরা বুঝতে পারেন বোধহয় কিছু গন্ডগোল হয়েছে। তবে, কোথায় পৌঁছলেন তা জিজ্ঞাসা করার লোকও দেখতে পাচ্ছিলেন না।

এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা। গভীর হতে থাকে রাত। ঘন জঙ্গলেই শেষে রাত কাটাতে হয় তাঁদের। গভীর জঙ্গল থেকে বেরবেন কীভাবে একদিকে তার চিন্তা, অন্যদিকে বন্যপ্রাণীদের থেকে বিপদের ভয়। রীতিমত হাড়হিম পরিবেশ রাতজুড়ে। শেষে ভোরের আলো ফুটতেই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন রঞ্জিতরা। প্রায় ৪ কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর মোবাইল টাওয়ার মেলে। সঙ্গে সঙ্গে পুলিশের আপদকালীন নম্বর ১১২-তে ফোন করেন। অল্প সময়ই পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় বিহারের দাস পরিবারকে।

খানাপুরের পুলিশ পরিদর্শক মঞ্জুনাথ নায়ক জানিয়েছেন যে, "বেলাগাভি পুলিশ কন্ট্রোল রুম তথ্যটি খানাপুর পুলিশকে দিয়েছিল, গ্রামবাসীদের সহায়তায় তাঁদের কাছে পৌঁছানোর জন্য জিপিএস-ও ব্যবহার করা হয়।" তিনি আরও জানান, যে পরিবারটির সকলের ভাগ্য ভালো য়ে জঙ্গলে কোনও বন্যপ্রাণী আক্রমণ করেনি। কারণ ওই অঞ্চলে সাম্প্রতিক ভাল্লুকের আক্রমণে একজন কৃষক গুরুতর আহত হয়েছেন।

গুগল ম্যাপ দেখে বিপদে পড়েছেন, এরকম উদাহরণ হুদো-হুদো। কয়েক সপ্তাহ আগেই গুরুগ্রাম থেকে উত্তরপ্রদেশের বরেলি-তেএকটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে গাড়ি একটি ব্রিজে উঠে পড়ে।  শেষে সামলাতে না পেরে গাড়িটি ৫০ ফুট নীচে শুকিয়ে যাওয়া রামগঙ্গা নদীতে পড়ে যায়। নিহত হন তিনজন। নির্মীয়মাণ অবস্থায় ছিল ব্রিজটি। 

ভুল তথ্যের জন্য গুগল ম্যাপে এই প্রথমবার তদন্তের আওতায় এসেছে তা নয়। নভেম্বরের শেষের দিকে, অ্যাপের প্রস্তাবিত একটি রুট অনুসরণ করার সময় তাদের গাড়ি একটি অসম্পূর্ণ সেতু থেকে নেমে যাওয়ার সময় তিনজন লোক মারা যাওয়ার পরে কর্তৃপক্ষ গুগল মানচিত্রে একটি তদন্ত শুরু করে। দলটি উত্তর প্রদেশে একটি বিয়েতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে যে চালক, গুগল ম্যাপের উপর নির্ভর করে, গাড়িটি সেতু থেকে এবং একটি নদীতে ফেলে দেয়। এ

তার আগে, ২০২৪ সালের অগস্টে, আশিস কাচোলিয়া নামে এক ব্যক্তি গুগল ম্যাপ অ্যাপের ভুল পরামর্শেবেঙ্গালুরু থেকে মুম্বইয়ের একটি ফ্লাইট মিস করেন। কারণ আশিস কাচোলিয়া, এইচএসআর লেআউট থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছতে প্রায় ৫০ কিমি বেশি ভ্রমণ করেছিলেন। ফলে ১ ঘন্টা ৪৫ মিনিটের রাস্তা পৌঁছতে তাঁর সময় লাগে সাড়ে তিন ঘন্টার বেশি। ফলে নির্ধারিত উড়ানটি তিনি আর ধরতে পারেননি। 


GoogleMapBiharGoaKarnataka

নানান খবর

নানান খবর

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি! 

দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন

‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি

স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা

গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও

যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?

বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ

সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত

সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!

মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের

সোশ্যাল মিডিয়া